কামরাঙ্গীরচরে নববর্ষ উদযাপনকালে আগুনে দগ্ধ ৩
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ১১:১২
কামরাঙ্গীরচরে নববর্ষ উদযাপনকালে আগুনে দগ্ধ ৩
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর কামরাঙ্গীরচরে থার্টিফার্স্ট নাইট উদযাপনকালে মুখে কেরশিন নিয়ে আগুন জ্বালাতে গিয়ে ৩ কিশোর দগ্ধ হয়েছে।


রবিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে কামরাঙ্গীর চরের মজিবর ঘাট এলাকার একটি বাসার ছাদের উপর এ ঘটনা ঘটে।
পরে তাদেরকে রাত দুইটার দিকে শেখ হাসিনা বার্ন ইন্সটিউটে নিয়ে আসা হয়।


আহতরা হলেন- মোহাম্মদ রাকিব হোসেন (১৬), মোহাম্মদ রায়হান হোসেন (১৬) এরা দুজন জমজ ভাই, ও তাদের চাচাত ভাই মোহাম্মদ সিয়াম (১৮) বছর বয়সী তিনজন দগ্ধ হয়েছে। এদের মধ্যে রাকিবের অবস্থা আশঙ্কাজনক। তারা সকলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটি উটে চিকিৎসাধীন রয়েছে।


শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, রাতে কামরাঙ্গীরচর থেকে আগুনে দগ্ধ তিন কিশোর বার্নে এসেছে তাদের মধ্যে রাকিব হোসেনের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক, বাকি দুজন সামান্য দগ্ধ হয়েছে তাদের কে বার্ন ইউনিটের আবজ্যার বেসনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।


দগ্ধদের শেখ হাসিনা বার্নে নিয়ে আসা সিয়ামের বাবা স্বপন ব্যাপারী জানান, সিয়াম একটি মোটরবাইক ওয়ার্কশপে কাজ করে। রাকিব ও রায়হান একটি কারখানায় কাজ করে। তাদের বাবার নাম দানিশ ব্যাপারী।
তিনি আরও বলেন, কামরাঙ্গীরচর মজিবর ঘাট ৫ নম্বর গলির একটি বাড়ির পাঁচতলার ছাদে তারা থার্টিফাস্ট নাইটে মুখে কেরাসিন নিয়ে ফু দিয়ে ম্যাচ মারলে রাকিবের সমস্ত শরীরে আগুন ধরে যায় এতে দুই ভাইসহ তিনজন দগ্ধ হয়। রাতে তাদেরকে ঢাকা মেডিকেল শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।


বিবার্তা/বুলবুল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com