
রাজধানীর বনানীর কাকলি ওভার ব্রিজের নিচে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় বিএম কৃষ্ণ (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত বিএম কৃষ্ণের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে। তিনি রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ১৫ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথশিশু ইয়াসিন রুমান ও জষিম বিবার্তাকে বলেন, তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় ওভার ব্রিজের নিচে পড়ে থাকতে দেখে তারা দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বিবার্তাকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। নিহত ব্যক্তির পকেটে থাকা কাগজপত্র থেকে তার নামপরিচয় পাওয়া যায়।
বিবার্তা/বুলবুল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]