বৈদ্যুতিক তারে ফানুস পড়ায় দুইঘণ্টা বন্ধ মেট্রোরেল
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ০৯:৩২
বৈদ্যুতিক তারে ফানুস পড়ায় দুইঘণ্টা বন্ধ মেট্রোরেল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিষেধাজ্ঞা অমান্য করে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বিভ্ন্নি স্থানে ফানুস ওড়ানো হয়। ইংরেজি নতুন বছরকে বরণে রাজধানীবাসী রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে ফানুস ও আতশবাজি উড়িয়ে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নেয়। তবে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্রে করে রাজধানীবাসীর ফানুস উড়ানোয় বিপত্তি দেখা দিয়েছে মেট্রোরেল চলাচলে।


উড়ন্ত ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারে গিয়ে পড়ায় দুর্ঘটনা রোধে এসব ফানুস অপসারণ করা হচ্ছে। এতে দুইঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এমনটাই জানিয়েছেন সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক।


তিনি জানান, ফানুস অপসারণের কাজ শেষ হলেই জনসাধারণের চলাচলের জন্য আবার মেট্রোরেল চালু করা হবে।


প্রসঙ্গত, থার্টি ফার্স্ট নাইট পালন উপলক্ষ্যে বেশ কিছু নির্দেশনা জারি করে ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি)। যার মধ্যে ছিল ফানুস উড়ানো যাবে না। কিন্তু ডিএমপির এ নির্দেশনা অমান্য করে অনেকেই ফানুস উড়িয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেন।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com