ফানুস পড়ে লালবাগ ও সদরঘাটে আগুন
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ০৮:২০
ফানুস পড়ে লালবাগ ও সদরঘাটে আগুন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইংরেজি নতুন বছরকে বরণ করতে ফানুস উড়াতে গিয়ে রাজধানীর দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানীর পুরান ঢাকার লালবাগ ও সদরঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।


শনিবার (৩১ ডিসেম্বর) মধ্য রাতে এ আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যায়।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সদরঘাটের হকার্স মার্কেটের ছাদে একটি ফানুস পড়ে আগুন ধরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়, তবে যাওয়ার আগেই আগুন নিভে যায়। একইভাবে লালবাগে লাগা আগুনও কিছুক্ষণের মধ্যে নিভে যায়।


তিনি আরও বলেন, মিরপুরে একটি ছোট আগুনের খবর পাওয়া গেলেও সেটি ফানুস থেকে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।


উল্লেখ্য, গত বছর থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো ফানুস পড়ে রাজধানীর প্রায় ১০ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এজন্য এবার রাজধানীতে ফানুস উড়ানো ও আতশবাজির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি। কিন্তু ডিএমপির এ নির্দেশনা অমান্য করেই রাজধানীবাসী ফানুস উড়িয়ে ইংরেজি নতুন বছরকে বরণ করে নেয়।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com