
২০১৮ সালে কোটা বাতিলের প্রেক্ষাপটে প্রতিবন্ধীদের কর্মক্ষেত্রে যোগদানে বিশেষ ব্যবস্থা করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ঘোষণার দীর্ঘসময় পার হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এমন বাস্তবতায় বিশেষ ব্যবস্থায় কর্মসংস্থান নিশ্চিত করাসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে চাকরি প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধীরা।
২ ডিসেম্বর, শুক্রবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান তারা।
মানববন্ধনে তারা বলেন, ২০১৮ সালে কোটা বাতিলের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের কর্মক্ষেত্রে যোগদানে বিশেষ ব্যবস্থা করার ঘোষণা দেন। কিন্তু আজ পর্যন্ত সেটা বাস্তবায়ন হয়নি। টেকসই উন্নয়ন করতে হলে প্রতিবন্ধীদের বিশেষ ব্যবস্থায় চাকরিতে নিয়োগের সুস্পষ্ট রূপরেখা প্রয়োজন।
মানববন্ধনে চাকরি প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের আহ্বায়ক মো. আলী হোসেন তিন দফা দাবি তুলে ধরে বলেন, যোগ্যতা অনুযায়ী সরকারের নবম থেকে ২০তম গ্রেডভুক্ত চাকরিসহ স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি পর্যায়ে বিশেষ ব্যবস্থার মাধ্যমে বেকার দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। দৃষ্টি প্রতিবন্ধীসহ বিভিন্ন দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত যারা সহস্তে লিখতে সক্ষম নয়, এ ধরনের ব্যক্তিদের জন্য চাকরির নিয়োগ পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষায় অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা ৮৫০ টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম ৫ হাজার টাকায় উন্নীত করতে হবে।
চাকরি প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের আহ্বায়ক মো. আলী হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল, আলিফ হোসেন, মাহবুব মোর্শেদ, গোলাম কিবরিয়া, সদস্য জান্নাত আক্তার, মিতু আক্তার প্রমুখ।
বিবার্তা/রিয়াদ/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]