
গাজীপুরে ফিলিং স্টেশনে গ্যাস নেয়ার সময় কাভার্ডভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে পাচজন দগ্ধ হয়েছিলেন। রাতেই পাঁচজনকে জাতীয় শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারুল ইসলাম (২৭ ) নামের একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আই সি ইউ) নেয়া হয়। তিনি রবিবার (৩০ অক্টোবর) রাত ১১.৩০টার দিকে মারা যান। এ নিয়ে ৫ জনই মারা গেলেন।
শেখ হাসিনা বার্ণের আবাসিক চিকিৎসক ডাক্তার এস এম আইউব হোসেন বিবার্তাকে বলেন, গাজীপুর থেকে পাঁচজন দগ্ধ পেশেন্ট আমার এখানে ভর্তি ছিল, তাদের মধ্যে আনোয়ারুল ইসলাম (২৭) চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ১১টার দিকে মারা যান। তার শরীরে ৩৫ শতাংশ দগ্ধ ছিল। গাজীপুরে ফিলিং স্টেশন এর বিস্ফোরণে আগুন এর ঘটনায় পাঁচজনই মারা গেলেন। তারা হলেন-আনোয়ারু ইসলাম (২৭), ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আলআমিন (২৫), ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। সিরাজুল ইসলাম টুটুল (২৫), ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। পারভেজ (৩৩), ৮৬ শতাংশ দগ্ধ হয়েছিল। মিঠু (২৬), ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল।
উল্লেখ্য ১৩ অক্টোবর সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন গাছা থানাধীন বড়বাড়ি এলাকার ওয়াহেদ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
সন্ধ্যায় সিলিন্ডারভর্তি কাভার্ডভ্যানটি গ্যাস নিতে ফিলিং স্টেশনে গেলে বিকট শব্দে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায়। এসময় কাভার্ডভ্যানে থাকা পাচজন গুরুতর দগ্ধ হয়।
পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জাতীয় শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের (ইমারজেন্সি) কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শুভ দেবনাথ বলেছিলেন, গাজীপুর থেকে পাঁচজন দগ্ধ পেসেন্ট আমার এখানে এসেছে, তাদের সকলের শাসনালী পুড়ে গেছে তাদের অবস্থা আশঙ্কাজন।
বিবার্তা/বিসি/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]