
রাজধানীর খিলগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিল জব্দ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দারা। এসময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জুন) সকালে খিলগাঁওয়ে আনসার-ভিডিপি হেড কোয়ার্টারের সামনে মা মনি অটো ওয়ার্কসশপের পশ্চিম পাশের পাকা রাস্তায় অভিযান চালানো হয়। এসময় মো. আব্দুল্লাহর দেহ তল্লাশি করে করে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসবের বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।
মঙ্গলবার (২১ জুন) বিকেলে চায়ের বাড়ি নামের দোকানের সামনের রাস্তায় অভিযান চালানো হয়। এসময় মো. কামরুজ্জামান সরদার ও আহসান হাবিবের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
বিবার্তা/তাওহিদ/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]