
রাজধানীর কোতোয়ালি ন্যাশনাল হাসপাতালের সামনে ভিক্টোরিয়া ক্লাসিক বাসের ধাক্কায় সিরাজ ভূঁইয়া (৪৫)নামের ভিক্টর বাসের কন্ডাকটর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬মে) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই ব্যক্তিকে নিয়ে আসা ওয়াসিম বিবার্তাকে বলেন, সিরাজ ভিক্টর ক্লাসিক বাসের কন্ডাকটর ছিলেন। সকাল ৯টার দিকে ওখানেই রাস্তায় দাঁড়ানো ছিল অন্য একটি ভিক্টর ক্লাসিক বাস (ঢাকা মেট্রো-ব -১৪-৩৬৭৭)) ওই বাসের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরো বলেন, নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গোবিন্দপুর উপজেলার গোসাই নগর গ্রামে। বর্তমানে গাজীপুর বোর্ড বাজার গাছা এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিবার্তাকে বলেন, মরদেহ ময়নাতদেন্তর জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]