
রাজধানীর উত্তরা পশ্চিম এলাকার একটি বাসা থেকে মোসাম্মাৎ রিমা খাতুন (২৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। শনিবার (২১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত রিমা খাতুন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার নল বিল পাড়া গ্রামের মোহাম্মদ ইউনুস আলীর কন্যা। তিনি উত্তরা পশ্চিম ৯ নম্বর সেক্টর রোড নম্বর ৩/ই ১ নম্বর বাসার পাঁচ তলায় থাকতেন।
উত্তরা পশ্চিম থানার এসআই মোছা. আনোয়ারা বেগম বিবার্তাকে বলেন, আমরা খবর পেয়ে, উত্তরা পশ্চিম ৯ নম্বর সেক্টরের রোড নম্বর ৩/ই ১ নম্বর বাসার পাঁচ তলার একটি রুম থেকে দরজা ভেঙ্গে জানালার সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নিহত উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টার এন্ড প্যাথলজিতে চাকরি করতেন। রিমা তার বাবা ইউনুস আলীকে খুব ভালোবাসতেন। ইউনুস আলী কিছুদিন পূর্বে একটি বিয়ে করে। এর পর থেকে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে, যে কারণে গলায় ফাঁস দিয়েছে বলে জানান তিনি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
বিবার্তা/বুলবুল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]