শিরোনাম
বহু ভুয়া পরিচয়ে পরিচিত সেই ইশরাত গ্রেফতার
প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ১৩:১৬
বহু ভুয়া পরিচয়ে পরিচিত সেই ইশরাত গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কখনো সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল, কখনো কর্নেল, কখনো আবার বিশেষজ্ঞ চিকিৎসক কিংবা বিজ্ঞানী; এমন অসংখ্য ভুয়া পরিচয়ে পরিচিত ইশরাত রফিক ঈশিতা। এরই মধ্যে দেশের বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে, অংশ নিয়েছেন টকশোতেও। আলোচিত এই নারীকে গ্রেফতার করেছে র‌্যাব।


রবিবার (১ আগস্ট) সকালে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশি ও বিদেশি সংস্থার প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে কথিত তরুণ চিকিৎসাবিজ্ঞানী ও গবেষক ওরফে বিশিষ্ট আলোচক ওরফে ডিপ্লোম্যাট ওরফে ব্রিগেডিয়ার জেনারেল ওরফে বিশেষজ্ঞ চিকিৎসক ইশরাত রফিক ঈশিতাকে (আইপিসি) গ্রেফতার করা হয়েছে। তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।


এ বিষয়ে বিকেলে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।


বিবার্তা/বিদ্যুৎ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com