শিরোনাম
জনশূন্য রমনা, গেটে ঝুলছে তালা
প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১৩:১৫
জনশূন্য রমনা, গেটে ঝুলছে তালা
মোফাজ্জল বিদ্যুৎ
প্রিন্ট অ-অ+

প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণে কুপোকাত পুরো পৃথিবী।এ ভাইরাসটিতে বাংলাদেশেও দিনে দিনে বাড়ছে মৃতের সংখ্যা। এমন বাস্তবতায় সবকিছুই যেনো থমকে গেছে। স্থবির হয়ে পড়েছে জনজীবন।


করোনার প্রভাব পড়েছে নগরবাসীর প্রাতঃভ্রমণ ও অবসর কাটানোর বড় জায়গা রমনাসহ অন্য পার্কগুলোতেও। যেখানে প্রতিদিন অসংখ্য মানুষের আনাগোনা থাকতো, মুখর হয়ে উঠতো চারপাশ, সেখানে এখন কেবলই বৃক্ষরাজির সারি, জনশূন্যতা; ভেতরটা পুরোপরি ফাঁকা। তবে করোনা মহামারী প্রাদুর্ভাবের আগে রমনা পার্ক সকাল থেকে রাত অবধি খোলা থাকতো। সেখানে শহরের কর্মক্লান্ত মানুষেরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ভ্রমণ করতে আসতো। আর এভাবেই রাজধানীর ঐতিহ্যবাহী রমনা পার্ক শহরের মানুষের প্রয়োজন মিটিয়ে আসছিলো। এদিকে করোনা সংক্রমণের ঊর্দ্ধগতির ফলে জনসাধারণের নিরাপত্তার কথা চিন্তা করে দীর্ঘদিন ধরে পার্কটি বন্ধ রাখা হয়েছে।




এ বিষয়ে পার্কের নিরাপত্তায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দায়িত্বে থাকা আনসার সদস্য মো. ফারুক মিঞা জানান, করোনার কারণে পার্ক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বন্ধের সময় এখন কাউকে পার্কে ঢুকতে দেয়া হচ্ছে না। সতর্কতার জন্য প্রধান ফটকে নোটিশ দেয়া হয়েছে।


বুধবার (২৮ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, রাজধানীবাসীর প্রাতঃভ্রমণ ও অবসর কাটানোর বড় জায়গা রমনা পার্কের প্রধান ফটকে বন্ধের নোটিশের পাশাপাশি গেটে তালা ঝুলছে। নেই মানুষের কোনো আনাগোনা। শারীরিক চর্চা করতে আসা মানুষও পার্কে নেই। তবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।


পার্ক পরিচ্ছন্ন কাজে ব্যস্ত ছিলেন সালাহ উ্দ্দিনসহ আরো বেশ কয়েকজন। সালাহ উদ্দিন জানাচ্ছিলেন পার্ক বন্ধ থাকলেও পার্কের পরিচ্ছন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। আগের দিনগুলো কেমন জানি হঠাৎ করে হারিয়ে গেলো। মানুষের ভিড় এখানে লেগেই থাকতো ।




এদিকে পার্কের বাইরের ফুটপাতে হাঁটতে দেখা গেছে শাহবাগ এলাকার এক দম্পতিকে। তারা জানান, আমরা প্রতিদিন সকালে পার্কের রাস্তায় হাঁটতে আসি। করোনার কারণে পার্ক বন্ধ থাকায় বাইরেই স্বাস্থ্যবিধি মেনে হাঁটার কাজটা সেরে নিচ্ছি। এর আগেও পার্কটি বন্ধ রাখা হয়েছিলো। পরে আবার স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হয়েছিলো। আবার উর্দ্ধমুখী সংক্রমণের কারণে পাক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।


তারা আরো জানান, পার্ক বন্ধের ব্যাপারে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কারণ এখানে নানা ধরণের মানুষ আসেন প্রতিদিন। কে ভাইরাসটি নিয়ে আসবেন তা তো বলো যায় না। সাময়িক কষ্ট হলেও নিরাপত্তার স্বার্থে এটা জরুরি। করোনা নিয়ন্ত্রণে আসলে আবারো সেই দিন ফিরে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


বিবার্তা/বিআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com