শিরোনাম
রাজধানীতে ওয়ার্কশপে গাড়িতে আগুন : দগ্ধ ৭ ‌
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২১, ১৮:৩৩
রাজধানীতে ওয়ার্কশপে গাড়িতে আগুন : দগ্ধ ৭ ‌
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি গ্যাস ওয়ার্কশপে লাগা আগুনে সাত জন দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে জার জনকে ছেড়ে দেয়া হয়। আর তিন জনকে ভর্তি রাখা হয়। তবে ভর্তি তিন জনের সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।


দগ্ধরা হলেন—ওয়ার্কশপটির জুনিয়র ইঞ্জিনিয়ার সাকিবুল ইসলাম শিমুল (২৫), কর্মচারী জুয়েল (৩২), রবিউল ইসলাম (২৪), সুনাম (২০), প্রাইভেটকারচালক আলী আকবর (৫০), হায়দার আলী (২২) ও রুবেল হাওলাদার (২৭)।


তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি বিপ্লব কুমার শিল বলেন, ‘শনিবার দুপুরের পর রাজধানীর লিংক রোড শান্তা টাওয়ারের পাশে নেপোলিস্ট এলপিজি গ্যাস ওয়ার্কশপে একটি গাড়ি মেরামতের জন্য নিয়ে যাওয়া হয়। গাড়ির ইঞ্জিন গরম থাকায়, গ্যাসের কাজ করতে গেলে আগুন ধরে যায়। কোনো বিস্ফোরণের ঘটনা না ঘটলেও, গাড়ির কিছু অংশ পুড়ে যায়। সিলিন্ডারে লিকেজ থাকায় গ্যাস বের হয়ে আগুন লেগে যায়। এ সময় ওয়ার্কশপের সাত-আট জন দগ্ধ হয়।’


তিনি আরো বলেন, ‘আগুন লাগার কারণ সম্পর্কে তদন্তে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও কাজ করছে। তদন্ত শেষে কারও গাফিলতি পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এরই মধ্যে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।’


ন্যাপেলিফ ইন্টারন্যাশনাল ওয়ার্কশপটির সার্ভিসিং ম্যানেজার হাবিবুর রহমান জানান, দুপুরে ওয়ার্কশপে একটি প্রাইভেটকারে কাজ করছিলেন কর্মচারীরা। আশপাশে আরও কিছু গাড়ির কাজ চলছিল। তখন ওই প্রাইভেটকার ইঞ্জিন ওভার হিট হয়ে যায়। তখন ওই গাড়ির ভিতর থেকে পেপার ও পলিথিনের কাগজে আগুন লেগে যায়। মুহূর্তে সে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গাড়িটির আশেপাশে থাকা কর্মচারী অন্যান্য ড্রাইভাররা দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।


শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, এখানে টোটাল ১২ জন এসেছেন। তাদের মধ্যে চার জনকে ভর্তি করা হয়েছে। দুই জনের অবস্থা আশঙ্কাজনক, দুজন শঙ্কামুক্ত। আশঙ্কাজনক আলী আকবরের শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে। মোহাম্মদ জুয়েলের ১৮ শতাংশ পুড়ে গেছে, রবিউল ইসলামের ১৪ শতাংশ এবং রুবেলের পুড়েছে ১৪ শতাংশ।’


বিবার্তা/খলিল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com