শিরোনাম
ঢাকায়ও ঠাণ্ডা পড়েছে
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২১, ১০:৫৫
ঢাকায়ও ঠাণ্ডা পড়েছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকায় গত কয়েক দিনে তাপমাত্রা কমে গেছে। শুক্রবার (১৫ জানুয়ারি) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন ধরে তাপমাত্রা কম থাকায় ঢাকায়ও বেশ ঠাণ্ডা পড়েছে।


ঢাকায় আজ উত্তর-পশ্চিম/উত্তরদিকের হিম বাতাস ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বইতে পারে।


শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


পূর্বাভাসে আরো বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com