শিরোনাম
বঙ্গবন্ধু ম্যারাথন চলাকালে রাজধানীর কয়েকটি সড়ক বন্ধ
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২১, ১০:৫৩
বঙ্গবন্ধু ম্যারাথন চলাকালে রাজধানীর কয়েকটি সড়ক বন্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে আজ (১০ জানুয়ারি) থেকে চলছে 'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১'। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হওয়া এই ম্যারাথন শেষ হবে হাতিরঝিলে। এতে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি অ্যাথলেটরা।


এ উপলক্ষে যান চলাচল, গাড়ি পার্কিংসহ কয়েকটি বিষয়ে বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৯ জানুয়ারি) ডিএমপি কমিশিনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।


ম্যারাথনের রুট ও এর আশপাশের এলাকায় ম্যারাথনের সময় যানজট এড়াতে সংশ্লিষ্ট এলাকায় চলাচলরত যানবাহন ও ব্যক্তিদের নিম্নোক্ত নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে ডিএমপি:


রবিবার ভোর সাড়ে ৪টা থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত হাতিরঝিলে সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।


ম্যারাথন চলাকালে হাতিরঝিলের ভেতর সব ধরনের বাস সার্ভিস বন্ধ থাকবে।


পার্কিংয়ের নির্দিষ্ট জায়গায় রেখে হেঁটে ভেতরে ঢুকতে হবে দর্শনার্থীদের।


সকাল সাড়ে ৬টায় আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাকলী হয়ে গুলশান-২ এবং গুলশান-১ অতিক্রম করে ম্যারাথন দল হাতিরঝিলে প্রবেশ করবে। দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সড়কটিতে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।


পার্কিং সংক্রান্ত তথ্য:
সাতরাস্তা মোড়ের কাছে তেজগাঁও শিল্পাঞ্চলে এসিআই অফিসের সামনে ফিনিক্স রোডে আড়ংয়ের কাছাকাছি দুটি জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।


পুলিশ প্লাজার সামনে বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।


বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ চলাকালে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে ডিএমপি। এ সময় যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশও করেছেন তাঁরা।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com