
রাজধানীর যাত্রাবাড়ী ধনিয়া বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান (২৫) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার ( ২ ডিসেম্বর ) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যে সাড়ে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসানের সহকর্মী স্বপন জানান, নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়,পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মৃতার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামের রতন মিয়ার সন্তান। বর্তমানে শনির আখড়া গোবিন্দপুর এলাকায় থাকতেন।এক ভাই এক বোন।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/খলিল/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]