শিরোনাম
আলী যাকের বাঙ্গালি সংস্কৃতিকে প্রস্ফুটিত করেছেন: তাপস
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২০, ১৭:৫৬
আলী যাকের বাঙ্গালি সংস্কৃতিকে প্রস্ফুটিত করেছেন: তাপস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বাধীনতার পর সত্তর-আশি-নব্বইয়ের দশকে বরেণ্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের শুধু বাঙালি সংস্কৃতিকে ধারণই করেননি, তিনি বাঙ্গালি সংস্কৃতিকে প্রস্ফুটিত করেছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।


শুক্রবার (২৭ নভেম্বর) বাদ আছর বনানী কবরস্থান প্রাঙ্গণে আলী যাকেরের নামাজে জানাজা শেষে তার মরদেহে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তাপস।


রণাঙ্গনের শব্দসৈনিক, বীর মুক্তিযোদ্ধা আলী যাকেরকে মঞ্চনাটকের দিকপাল উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, তিনি মননে মুক্তিযুদ্ধের চেতনাকে যেমনি ধারণ করছেন তেমনি শিল্প-সংস্কৃতিতেও মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যু আমাদের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।


একুশে পদকপ্রাপ্ত নাট্যকার আলী যাকেরকে শূন্যতা পূরণ হবার নয় উল্লেখ করে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরো বলেন, আলী যাকেরের মৃত্যুতে আমরা গভীর শোকাহত, জাতি শোকাহত। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


বিবার্তা/জাহিদ/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com