শিরোনাম
পান্থপথে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৪
প্রকাশ : ২২ নভেম্বর ২০২০, ২১:৪১
পান্থপথে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৪
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর পান্থপথে তিতাস গ্যাসলাইন লিকেজের মেরামত করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মেরামতকারী চারজন দগ্ধ হয়েছেন।


রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটে এ ঘটনা। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


আহতরা হলেন- আব্দুল্যাহ (৫৫) আজিম (৪০), রুহুল আমিন (৪০) এবং পথচারি জাফর (৩০)। তথ্যটি নিশ্চিত করেছেন তিতাসের ধানমন্ডি জোনের টেকনিশিয়ান মির্জা রবিউল আলম রতি।


তিনি বলেন, স্থানীয়রা জানিয়েছে সেখানে একটি গ্যাস লিকেজের ঘটনা আছে। এ খবর পেয়ে মেরামত টিমকে পাঠানো হয়। টিমের সদস্যরা সেখানে গিয়ে দাঁড়িয়েছে মাত্র। এ সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের তিনজন সদস্য দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আব্দুল্যাহ আমাদের স্টাফ। আজিম এবং রুহুল আমিন ডে লেবার। তবে এ ঘটনায় একজন পথচারীও দগ্ধ হয়েছেন বলে জেনেছি। তার নাম পরিচয় জানতে পারিনি।


তিনি আরো বলেন, বিস্ফোরণের ঘটনাটি প্রকৃত পক্ষে কিসের বা কি কারণে ঘটেছে তা এখনও জানা যায়নি। মূলত তিতাস গ্যাস লিকেজ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।


তবে এ বিষয়ে কোনো তথ্য জানাতে পারেন নি কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র। তিনি বলেন, এ ধরণের কোনো খবর পাইনি আমরা। খোঁজ নিয়ে দেখছি।


বিবার্তা/খলিল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com