
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাবাড়ি ভাঙ্গাপ্রেস এলাকায় একটি কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সোয়া ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ডেমরা রোডের পুরাতন মোল্লা কলেজের পাশে কোনাবাড়ি ভাঙ্গাপ্রেস এলাকায় একটি কারখানার গোডাউনে আগুন লাগে। খবর পাওয়ার পরপরই চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিলেও সড়কে যানজটের কারণে পৌঁছে ৬টা ৪৫ মিনিটে। এরপর আধাঘণ্টার চেষ্টায় সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।
বিবার্তা/খলিল/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]