শিরোনাম
খিলগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২০, ০৮:৪৯
খিলগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর খিলগাঁও এলাকায় তালতলা মার্কেটের পেছনে মুরগিপট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ৪টা ৪৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


এর আগে রাত ৪টা ২০মিনিটে মুরগির একটি পাইকারি দোকানে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।


বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার কামরুল।


ফায়ার সার্ভিস আগুন নেভাতে শুরু করার পর রাত ৪টা ৪৫ মিনিটের দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে দোকানটি পুরোপুরি পুড়ে গেছে।


এদিকে চারপাশে দমবন্ধ করা ধোঁয়া ছড়িয়ে পড়ছে। পাশের বহুতল আবাসিক ভবনগুলো আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেয়েছে। ঘটনাস্থলের উল্টো পাশেই ছিল মসজিদ ও মাদ্রাসা সবই রক্ষা পেয়েছে। কেউ হতাহত হয়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ সময়ে ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। যাতে করে কোনোভাবেই আগুন আর না ছড়াতে পারে।


বিবার্তা/এনকে


আরো পড়ুন: খিলগাঁও মুরগিপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com