শিরোনাম
রাজধানীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২০, ১৬:৪৭
রাজধানীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে হঠাৎ বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এক সপ্তাহেই হাসপাতালে ভর্তি হয়েছেন অর্ধশতাধিক রোগী।সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে বেশি থাকে ডেঙ্গুর প্রকোপ। কিন্তু চলতি বছর অক্টোবরের শেষে এসে হঠাৎ করেই আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।


স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৪৬ জন এবং ঢাকার বাইরে ছয়জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসেই হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২১ জনে।


সিটি করপোরেশন বলছে , করোনার মাঝেও পুরোদমে চলছে মশক নিধন কার্যক্রম। এডিসের লার্ভা ধ্বংসে যোগ হয়েছে অত্যাধুনিক ওষুধের ব্যবহার।


বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গত বছরের তুলনায় এ বছর এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করতে পারে। কারণ বসন্তের প্রথম দিক থেকেই মশার উপদ্রব খুব বেশি।তবে সিটি করপোরেশনের দাবি অত্যাধুনিক ট্যাবলেটের ব্যবহারে অনেকটাই কমবে মশার উৎপাত।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com