শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটির ২০টি অবৈধ দোকান উচ্ছেদ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২০, ২২:০৮
ঢাকা দক্ষিণ সিটির ২০টি অবৈধ দোকান উচ্ছেদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চলমান উচ্ছেদ কার্যক্রমে রাজধানীর নয়াবাজারের নওয়াব ইউসুফ মার্কেটের ২০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।


করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।


আদালত এ সময় অবৈধভাবে স্থাপিত একটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয় ভেঙে দেন। সব মিলিয়ে এ সময় ২০টি অবৈধ স্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।


উচ্ছেদ কার্যক্রমে নেতৃত্ব দেয়া করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, ডিএসসিসির আওতাধীন বংশাল থানার নয়াবাজারে নওয়াব ইউসুফ মার্কেটে অবৈধ স্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদের লক্ষ্যে গত ২০ অক্টোবর প্রথম দফায় অভিযান পরিচালনা করা হয়। সেদিন ২০টি স্থায়ী স্থাপনা ভেঙে ফেলা হয়। এরই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় পর্যায়ে অভিযান পরিচালনা করা হয় এবং ২০টি স্থায়ী স্থাপনা ভেঙে ফেলা হয়।


বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে ৩য় দিনের অভিযান শুরু হবে এবং বাকি সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com