শিরোনাম
কেরানীগঞ্জে ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:০২
কেরানীগঞ্জে ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে মো. আলমগীর (২২) নামে এক অটোরিকশা চালক খুন হয়েছেন।


সোমবার (২৮ সেপ্টেম্বর) আনুমানিক ভোর ৪টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন ভাগনা মাদ্রাসা রোডে এ খুনের ঘটনা ঘটে।


কেরানীগঞ্জ মডেল থানার এসআই সাদ্দাম মোল্লা বলেন, সোমবার ভোরবেলা এলাকাবাসী খবর দেয় ভাগনা এলাকায় এক অটোরিকশা চালককে দুর্বৃত্তরা খুন করেছে। ঘটনাস্থলে গিয়ে আলমগীর নামে যুবকের রক্তাক্ত লাশ দেখতে পাই। নিহতের বুকের পাঁজরে ও হাতের ডানায় চারটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।


লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


নিহতের বড় ভাই মো. জুয়েল জানান, তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার সফিপুর গ্রামে। বাবার নাম মো. মোস্তফা। আলমগীর দীর্ঘদিন ধরে শুভাঢ্যা ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় সত্তর খলিফার বাড়িতে বাবা, মা, স্ত্রী ও এক বছরের কন্যা সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। আজকে সকালে পুলিশের কাছে খবর পেয়ে এসে দেখি আমার ছোট ভাইকে কে বা কারা ছুরিকাঘাত করে খুন করেছে। আমি এর সঠিক বিচার চাই।


এলাকার অনেকের কাছ থেকে জানা যায়, আলমগীর র‌্যাবের সোর্স হিসেবে কাজ করতেন।


কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, খুনের ঘটনায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অতি দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com