শিরোনাম
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: পকেটমারের খপ্পরে নিহতদের স্বজনরা
প্রকাশ : ২৯ জুন ২০২০, ১৯:৩০
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: পকেটমারের খপ্পরে নিহতদের স্বজনরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।নিখোঁজদের উদ্ধারে এখনো অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড।সোমবার (২৯ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনার খবর শুনে নিহতদের স্বজনরা প্রথমে সদর ঘাটে ও পরে মিটফোর্ড হাসপাতালে ছুটে যান। এসময় কিছু পকেটমার শোকবিহ্বল স্বজনদের টার্গেট করে তাদের মোবাইল, মানিব্যাগ চুরি করে। কয়েকজন পকেটমারকে হাতেনাতে ধরে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।


পকেটমারের এ দৃশ্য দেখে অনেকে অবাক হয়ে যান। তারা বলেন, যেখানে নিহতদের স্বজনদের সান্ত্বনা দেয়া যাচ্ছে না সেখানে পকেটমাররা তাদের মোবাইল, মানিব্যাগ চুরি করছে। ওদের কেউ কি কখনো মরবে না।


বিবার্তা/আদনান/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com