শিরোনাম
হালনাগাদ হচ্ছে রাজধানীর ৪৫ ‘রেড জোনের’ তালিকা
প্রকাশ : ২৭ জুন ২০২০, ১৭:৪১
হালনাগাদ হচ্ছে রাজধানীর ৪৫ ‘রেড জোনের’ তালিকা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে টেকনিক্যাল কমিটি ঘোষিত ৪৫ ‘রেড জোনের’ তালিকা হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার।শনিবার (২৭ জুন) দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে এ তথ্য জানিয়েছেন তিনি।


আয়শা আক্তার বলেন, রাজধানীতে ঘোষিত ৪৫ ‘রেড জোনের’ তালিকা হালনাগাদ করা হচ্ছে। তবে নতুন করে চিহ্নিত এলাকার তালিকা পেতে সময় লাগবে।


তিনি আরো বলেন, যে এলাকাগুলো প্রথমদিকে চিহ্নিতকরণ করা হয়েছিলো সেগুলোর মধ্যে কিছু পরিবর্তন করা হবে। নতুন গাইডলাইনে তালিকা পেতে আরো অন্তত দুই সপ্তাহ লাগতে পারে।


এর আগে গত ১৪ জুন রাজধানীতে ৪৫ এলাকা চিহ্নিত করে তালিকা দিয়েছিলো জাতীয় টেকনিক্যাল কমিটি। আর এটি বাস্তবায়নে থাকবে সিটি করপোরেশন। কিন্তু আক্রান্তের অবস্থান ধরে সুনির্দিষ্ট ম্যাপ চেয়েছে দুই মেয়র। অন্যদিকে প্রায় দুই সপ্তাহ হয়ে যাচ্ছে তবুও তৈরি হয়নি সেই ম্যাপ। এখন ওই ম্যাপিং ছেড়ে রেড জোনের নতুন গাইডলাইন আর তালিকা হালনাগাদের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একইসঙ্গে বিধি নিষেধেও আসছে বড় ধরনের পরিবর্তন।


বিবার্তা আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com