শিরোনাম
দক্ষিণখানে তিন টুকরা লাশ উদ্ধার, ঘটনায় মূলহোতা গ্রেফতার
প্রকাশ : ২২ জুন ২০২০, ১১:১৬
দক্ষিণখানে তিন টুকরা লাশ উদ্ধার, ঘটনায় মূলহোতা গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার মূল আসামি চার্লস রূপম সরকারকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২১ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়।


ডিবির উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান জানান, খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


এর আগে ডিবি পুলিশ জানায়, রাজধানীর দক্ষিণ খানের মোল্লারটেকে ব্যবসায়ী হেলাল উদ্দিনের (২৬) কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেয়ার লক্ষ্যে তাকে খুন করা হয়।


হেলালের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় শনিবার (২০ জুন) দুই নারীকে গ্রেফতার করে ডিবি। ওইদিন গ্রেফতারকৃতরা হলেন- চার্লস রূপম সরকারের স্ত্রী শাহীনা আক্তার ওরফে মনি সরকার (২৪) ও রূপমের শাশুড়ি রাশিদা আক্তার (৪৮)।


গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, নগদ টাকা হাতিয়ে নেয়ার জন্য ব্যবসায়ী হেলাল উদ্দিনকে কৌশলে বাসায় ডেকে নিয়ে হত্যা করা হয়।


ডিসি মশিউর বলেন, এ মামলাটি তদন্ত করতে গিয়ে দেখা যায়, গত ১৫ জুন হেলালের খণ্ডিত শরীর বস্তায় ভরে নিয়ে একটি অটোরিকশায় উঠছিল রূপম, এমন ভিডিও ফুটেজ আসে গোয়েন্দাদের হাতে। সেই ফুটেজ বিশ্লেষণ করে প্রথম রূপমের স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করা হয়।


বিবার্তা/খলিল/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com