শিরোনাম
রাজধানীতে ২ জনের অস্বাভাবিক মৃত্যু
প্রকাশ : ২০ জুন ২০২০, ১৯:৩৭
রাজধানীতে ২ জনের অস্বাভাবিক মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর যাত্রাবাড়ী ও মতিঝিল এলাকায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এরা হলেন- রাহাদ শিকদার ও আরেকজনের পরিচয় জানা যায়নি। শনিবার (২০ জুন) এসব ঘটনা ঘটে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেছে।


রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে রাহাত নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত রাহাতের মা রোজিনা বেগম জানায়, শুক্রবার বিকাল চারটার দিকে রাহাত ঘর থেকে বের হয়। পরে সায়েদাবাদ জনপথ মোড়ে একটি বটগাছে উঠে বিদ্যুৎস্পষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।


মৃত রাহাদ শিকদার মাইক্রোবাস চালানো শিখছেন। দুই ভাই এক বোনের মধ্যে সে সবাড় বড়। সে তার পরিবারের সাথে যাত্রাবাড়ীর করাতিটোলা এলাকায় বসবাব করত। রাহাত ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার বন্যাঘড় মুন্সীবাড়ির আবু তাহেরের ছেলে।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাহাতের লাশ জরুরি বিভাগের মর্গে রয়েছে। তার লাশ ময়না তদন্ত ছাড়াই নেয়ার চেষ্টা করছে রাহাতের পরিবার।


রাজধানীর মতিঝিল এলাকায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মতিঝিল থানার উপ পরিদর্শক ওবায়েদুর রহমান বলেন, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে পরীজঙ্গি মাজারের কিছু দুরে ফুটপাত থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।


সেখানে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরনে থ্রিকোয়ার্টার প্যান্ট। বয়স আনুমানিক ১৮ বছর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো নাম পরিচয় জানা যায়নি।


বিবার্তা/খলিল/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com