শিরোনাম
উত্তর সিটিতে সপ্তাহব্যাপী বিশেষ মশকনিধন কর্মসূচি
প্রকাশ : ১৯ জুন ২০২০, ১৮:৪২
উত্তর সিটিতে সপ্তাহব্যাপী বিশেষ মশকনিধন কর্মসূচি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় কোভিড ও নন-কোভিড হাসপাতালগুলোতে অবস্থানরত রোগী, চিকিৎসক, নার্স ও অন্যান্য চিকিৎসক যেন কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হয়, এজন্য শনিবার (২০ জুন) থেকে সপ্তাহব্যাপী বিশেষ মশকনিধন কর্মসূচি শুরু হবে।


শুক্রবার (৯ জুন) বিকেলে এক ভিডিও বার্তায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, হাসপাতালগুলোতে অনেক সময় রোগীদের জন্য মশারি থাকে না বা টানানো হয় না। সেখানে একজন ডেঙ্গুতে আক্রান্ত হলে অনেকের আক্রান্ত হওয়ার আশংকা থাকে। তাই হাসপাতাল এলাকায় এডিস মশার বিস্তার রোধে আগামী এক সপ্তাহ হাসপাতাল এবং এর আশপাশের এলাকায় বিশেষ মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হবে। কার্যক্রমের মধ্যে সকালে লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) এবং বিকেলে অ‌্যাডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হবে।


তিনি আরো বলেন, এরইমধ্যে ডিএনসিসির মাধ‌্যমে হাসপাতালগুলোর আঙিনায় এবং আশপাশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা হয়েছে। ডিএনসিসির অন্যান্য এলাকায় স্বাভাবিক মশকনিধন কার্যক্রম অব্যাহত থাকবে।


বিবার্তা/আদনান/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com