শিরোনাম
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ঢাকার দুই মেয়রের শোক
প্রকাশ : ১৩ জুন ২০২০, ১৯:০২
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ঢাকার দুই মেয়রের শোক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র। ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পৃথক শোকবার্তা এই শোক প্রকাশ করেন।


শনিবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় ঢাকা দক্ষিণ সিটি মেয়র তাপস বলেন, এক-এগারো পরবর্তী সময়ে মোহাম্মদ নাসিমের বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশকে বিরাজনীতিকরণের হাত থেকে রক্ষা করেছিল। তাই বাংলাদেশের গণতন্ত্র ও গণমানুষের অধিকার সুরক্ষিত হয়েছে। এই রাজনীতিবিদের মৃত্যু জাতির এক অপূরণীয় ক্ষতি। দেশ ও জাতি তার বলিষ্ঠ ভূমিকা আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।মেয়র তাপস মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



আরেক শোকবার্তায় উত্তর সিটি মেয়র আতিকুল বলেন, মোহাম্মদ নাসিম জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য ছেলে। তার পিতার মতোই তিনি এই দেশের গণমানুষের নেতা ছিলেন। তার মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো। জাতি এক মহান নেতাকে হারালো।


উল্লেখ্য, মোহাম্মদ নাসিম (৭২) শনিবার (১৩ জুন) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com