শিরোনাম
শুরু হচ্ছে ডিএনসিসির ৭ স্থানে করোনার পরীক্ষা
প্রকাশ : ১৩ মে ২০২০, ২২:৩৭
শুরু হচ্ছে ডিএনসিসির ৭ স্থানে করোনার পরীক্ষা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা উত্তর সি‌টি ক‌র্পো‌রেশনের ৭টি স্থানে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৪ মে) থেকে এই পরীক্ষা শুরু হবে। এজন্য ডিএনসিসি এলাকায় ৭টি বুথ স্থাপন করা হয়েছে।


সকল বুথে বেসরকারি সংস্থা ব্র্যাক (BRAC) এর তত্বাবধা‌নে সকাল ৯টা হ‌তে দুপুর ১২টা পর্যন্ত কো‌ভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হবে। বুধ সংর‌ক্ষিত সরকার ‌নির্ধারিত ফরম সরাস‌রি পুরণ সাপেক্ষে চেক‌লিস্ট অনুযায়ী নির্বা‌চিত রোগী‌দের নমুনা সংগ্রহ করা হবে।


৭টি বুথের ঠিকানা:


১। উত্তরা কমিউনিটি সেন্টার, রোড-১৩/ডি, সেক্টর-৬, উত্তরা।
২। ৪নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর-১৩।
৩। আসাদুজ্জামান খান কামাল কমিউনিটি সেন্টার, মধুবাগ, মগবাজার।
৪। ১০নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসোধ সংলগ্ন, মাজার রোড, মিরপুর।
৫। সুচনা কমিউনিটি সেন্টার, মোহাম্মদপুর, ঢাকা।
৬। ৩২৫ হাজী ইসমাইল দেওয়ান রোড, ইসমাইল দেওয়ান মহল্লা, আজমপুর, দক্ষিণখান, ঢাকা।
৭। উত্তরখান জেনারেল হাসপাতাল, ফজিরবাতান, উত্তরখান, ঢাকা।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com