শিরোনাম
প্রতিষ্ঠান পরিষ্কার না করলে ব্যবস্থা: মেয়র আতিকুল
প্রকাশ : ১৩ মে ২০২০, ১৬:২৮
প্রতিষ্ঠান পরিষ্কার না করলে ব্যবস্থা: মেয়র  আতিকুল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ডেঙ্গু নিয়ন্ত্রণের স্বার্থে বন্ধ প্রতিষ্ঠান খুলে পরিষ্কার করা না হলে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। বুধবার (১৩ মে) ঢাকা উত্তর সিটির মেয়র পদে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণ করার পর জুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম এসব কথা বলেন।


তিনি বলেন, মশক নিধনে প্রয়োগ করা ওষুধ যে কেউ নমুনা পরীক্ষা করতে পারবে, কোনো ত্রুটি ধরা পড়লে প্রয়োজনে ওষুধ পরিবর্তন করা হবে।করোনাকালে দায়িত্ব পালনরত নগর প্রশাসনের সব কর্মীর জন্য স্বাস্থ্য বীমার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে কিউআর কোড সিস্টেমের মাধ্যমে ত্রাণ দেয়া হবে।


মেয়র আতিকুল ইসলাম বলেন, করোনা আক্রান্ত সাংবাদিক ও তার পরিবারের জন্য ডিএনসিসি কমিউনিটি সেন্টারে কোয়ারেন্টিন সেন্টার চালু করা হয়েছে।ডেঙ্গু রোগীদের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন ডেডিকেটেড ডেঙ্গু হাসপাতাল করার কথা ভাবা হচ্ছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com