শিরোনাম
দিনে ৪০ জনের করোনা নমুনা দেয়া যাবে ডিআরইউতে
প্রকাশ : ১০ মে ২০২০, ১৪:৫৬
দিনে ৪০ জনের করোনা নমুনা দেয়া যাবে ডিআরইউতে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) করোনাভাইরাস সংক্রমণের নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে।


ডিআরইউর উদ্যোগে ও ব্র্যাকের সহযোগিতায় স্থাপিত এই বুথে নমুনা সংগ্রহ শুরু হবে সোমবার থেকে। এ বুথে ডিআরইউ ও ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সদস্য ও তাদের পরিবারের সদস্যরা নাম এন্ট্রি করে করোনা সংক্রমণ পরীক্ষার জন্য নমুনা দিতে পারবেন।


ডিআরইউর সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী একথা জানান।


এই বুথে প্রতিদিন ৪০ জনের নমুনা সংগ্রহ করা যাবে। সপ্তাহে ৫-৬দিন সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।


যাদের করোনা উপসর্গ যেমন-জ্বর, সর্দি, কাশি, গলাব্যাথা ও শাসকষ্ট রয়েছে তারা নমুনা দিতে পারবেন। রেজিস্ট্রেশনে সদস্যের নাম ও মোবাইল নম্বর অন্তর্ভুক্ত করতে হবে।


ডিআরইউ ও ক্রাবের যেসব সদস্য তাদের বা পরিবারের সদসদ্যদের নমুনা দিতে ইচ্ছুক তাদের অবিলম্বে নিম্নে উল্লেখিত কর্মকর্তা ও সদস্যদের নাম এন্ট্রি করার জন্য


খালিদ সাইফুল্লাহ (০১৭১৭-৮১৩০১২), কামরুজ্জামান বাবলু (০১৮১৮-০০৪৭৬৮), শহিদুল ইসলাম রাজী (ক্র্যাব)(০১৯১৩-১৫৩৯৩৯), মাইনুল হাসান সোহেলের (০১৭১৯-০১৪৪৩১), সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।


করোনার প্রকোপ শুরুর পর থেকে সদস্যদের জন্য বেশ কিছু উদ্যেগ নিয়েছে ডিআরইউ। সদস্যদের জন্য সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সুবিধা, অসুবিধায় থাকা সদস্যদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটির নেতারা। ডিআরইউতে স্বয়ংক্রিয় জীবানুমুক্ত করণ গেট স্থাপনের ব্যবস্থা করা হয়েছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com