শিরোনাম
ঢামেক পুলিশ ফাঁড়ি লকডাউন
প্রকাশ : ০৫ মে ২০২০, ০৮:১৮
ঢামেক পুলিশ ফাঁড়ি লকডাউন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দায়িত্বরত পুলিশ পরিদর্শকের করোনা শনাক্তের পর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে। সোমবার (৪ মে) রাতে ফাঁড়িটি লকডাউন করা হয়।


করোনায় আক্রান্ত পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া (৫৪) ফাঁড়িটির ইনচার্জ ছিলেন। তার অধীনে আট পুলিশ সদস্য ও দুজন আনসার কর্মরত ছিলেন।


বাচ্চু মিয়া করোনায় আক্রান্তের হওয়ায় ফাঁড়িতে কর্মরত সব পুলিশ সদস্যকে আইসোলেশনে পাঠানো হয়েছে।


বাচ্চু মিয়া জানান, জ্বর অনুভব করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করা হয়। সোমবার সন্ধ্যায় জানতে পারেন করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ হয়েছে।


লকডাউন হওয়ায় ফাঁড়িতে এখন আর কোনো পুলিশ সদস্য অবস্থান করবেন না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের জ্যেষ্ঠ সহকারি কমিশনার এস এম শামীম।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com