শিরোনাম
রাজধানীতে ওষুধের দোকানে ডাকাতির মূলহোতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২০, ১০:০৬
রাজধানীতে ওষুধের দোকানে ডাকাতির মূলহোতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর কলেজগেটে বিল্লাল ফার্মা ও খিলগাঁওয়ের লাজ ফার্মায় ডাকাতির ‘মূলহোতা’ আলী হোসেন টিটু পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।


সোমবার (১৩ এপ্রিল) দিনগত রাতে মোহাম্মদপুর থানাধীন বসিলার তিনরাস্তা মোড় সংলগ্ন এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টিটুর মৃত্যু হয়।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (মোহাম্মদপুর জোন) আনিস উদ্দিন জানান, দুইটি এলাকায় ডাকাতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এমন পাঁচজনকে গত ১২ এপ্রিল গ্রেফতার করা হয়। তাদের সোমবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে আলী হোসেন টিটুর তথ্য পাওয়া যায়।


সে অনুযায়ী তাকে গ্রেফতার করতে বসিলা এলকায় গেলে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থেও ডিবির সদস্যরা পাল্টা গুলি ছুঁড়লে আলী হোসেন টিটু মারা যান।


টিটু এই ডাকাত চক্রের ‘মূলহোতা’। তার নেতৃত্বের ডাকাতিগুলো সংঘটিত হয়েছিল। এ ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


এর আগে গ্রেফতার হওয়া এই ডাকাত দলের অন্য সদস্যরা হলো-সোহেল (৩৬), সোহরাব (৩০), নেওয়াজ (২২), শাহীন (২৫) ও রাজু (২৫)।


গত ১ এপ্রিল রাত আনুমানিক পৌনে ১টার দিকে মোহাম্মদপুরের কলেজ গেটের বিল্লাল ফার্মা ও ৫ এপ্রিল খিলগাঁওয়ের লাজ ফার্মায় একই স্টাইলে ডাকাতির ঘটনা ঘটে। তারা প্রথমে একটি পিকআপভ্যানে করে মুখে মাস্ক ও গামছা পেঁচিয়ে আসে। ফার্মেসিতে গিয়ে চাপাতি, দা ও লোহার রডের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ও ল্যাপটপ নিয়ে যায়।


এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দু’টি মামলা হয়। থানা পুলিশের পাশাপাশি তাদের নেতৃত্বে গোয়েন্দা পশ্চিম বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম ও পল্লবী জোনাল টিম মামলা দু’টির ছায়া তদন্ত শুরু করে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com