শিরোনাম
কামরাঙ্গীচরের কিছু এলাকা লকডাউন
প্রকাশ : ১১ এপ্রিল ২০২০, ১৪:২১
কামরাঙ্গীচরের কিছু এলাকা লকডাউন
বিবার্তা প্রতিবেদত
প্রিন্ট অ-অ+

ঢাকার ৫০ থানার ৩৪টিতেই করোনাভাইরাসে আক্রান্ত রোগী মিলেছে। সর্বশেষ শুক্রবার (১০ এপ্রিল) রাতে কামরাঙ্গীচর থানা এলাকায় শনাক্ত করা হয় একজনকে। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৫নং ওয়ার্ডের আবু সাঈদের বাজার সংলগ্ন একটি ভবন, কিছু সড়ক ও এলাকা লকডাউন করা হয়েছে।


শনিবার (১১ এপ্রিল) কামরাঙ্গীচর থানার ওসি মোস্তফা আনোয়ার বলেন, শুক্রবার (১০ এপ্রিল) রাতে আইইডিসিআর মারফত জানা যায়, ৫৫নং ওয়ার্ডের আবু সাঈদের বাজার সংলগ্ন একটি বাসার এক বাসিন্দা করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।


পরে আইইডিসিআর থেকে কর্তৃপক্ষের মাধ্যমে লকডাউনের নির্দেশনা আসে। নির্দেশনা মোতাবেক ৫৫নং ওয়ার্ডের আবু সাঈদের বাজার সংলগ্ন ওই ভবন, আশপাশের কিছু এলাকা ও সড়ক লকডাউন করা হয়েছে। ওই এলাকার মানুষকে মাইকিংয়ের মাধ্যমে অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সড়কের উভয়পাশ বাঁশ দিয়ে আটকে দেয়া হয়েছে।


বিবার্তা/খলিল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com