শিরোনাম
২২২১ নাগরিকের বাসায় খাবার পৌঁছে দিয়েছে ডিএসসিসি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২০, ২২:০১
২২২১ নাগরিকের বাসায় খাবার পৌঁছে দিয়েছে ডিএসসিসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) হটলাইন নম্বর ব্যবহার করে শুক্রবার (১০ এপ্রিল) পর্যন্ত ১২ হাজার ১৪৯ জন নাগরিক সেবা গ্রহণ করেছেন। তাদের মধ্যে তিন হাজার ৬৮৩ জন নাগরিক খাদ্যসামগ্রী বাসায় পৌঁছে দেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন।


রেজিস্ট্রেশনভুক্ত ২ হাজার ২২১ জনের বাসায় ইতোমধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। অবশিষ্ট ১ হাজার ৪৬২ জনের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে অথবা পরিবারের সদস্যদের সম্মুখে খাদ্যসামগ্রী গ্রহণে বিব্রতবোধকারীদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ কার্যক্রম বাস্তবায়ন করে চলছে।


সীমিত পরিসরে চলমান এ কার্যক্রমের আওতায় হটলাইন ০১৭০৯৯০০৭০৩ এবং ০১৭০৯৯০০৭০৪ নম্বরে ফোন করার জন্য আগ্রহী নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।


এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় নিয়মিত জীবাণুনাশক ছিটানো কার্যক্রমও চলমান রয়েছে।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com