শিরোনাম
ঢাকাতেই শনাক্ত ১৯৬ করোনা রোগী
প্রকাশ : ১০ এপ্রিল ২০২০, ১০:২৪
ঢাকাতেই শনাক্ত ১৯৬ করোনা রোগী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে এখন পর্যন্ত শনাক্ত হওয়া ৩৩০ জন করোনা রোগীর মধ্যে রাজধানী ঢাকাতেই ১৯৬ জন। দেশের ২১টি জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে আইইডিসিআর ওয়েবসাইটে করোনা শনাক্তের জেলাভিত্তিক আপডেট তথ্যে দেখা গেছে, ঢাকার পরই সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন নারায়ণগঞ্জে। এরইমধ্যে লকডাউন করে দেয়া জেলাটিতে ৫৯ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া মাদারীপুরে ১১ জন শনাক্ত হয়েছেন। এর বাইরে আর কোনো জেলাতেই শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দুই অঙ্কে পৌঁছায়নি।


এছাড়া চট্টগ্রামে ৯, গাইবান্ধায় ৮, ময়মনসিংহ, কুমিল্লা ও নরসিংদীতে ৪ জন করে কোভিড নাইন্টিন আক্রান্ত রোগী পাওয়া গেছে।


এদিকে রাজধানীর উত্তরায় সবচেয়ে বেশি ১৬ জন আক্রান্ত হয়েছেন। উত্তরার পরে ধানমন্ডিতে ১৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া পুরান ঢাকার ওয়ারিতে ১০, বাসাবো ও মিরপুর এক নম্বরে ১১ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com