শিরোনাম
সেনাবাহিনীর কাছে ৫০০ পিপিই হস্থান্তর করেছে গুলশান ক্লাব
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ২১:৫৮
সেনাবাহিনীর কাছে ৫০০ পিপিই হস্থান্তর করেছে গুলশান ক্লাব
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস মোকাবেলায় চিকিৎসকদের মাঝে বিতরণের জন্য সেনাবাহিনীর কাছে ৫০০টি পিপিই (চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) হস্থান্তর করেছে গুলশান ক্লাব।


সোমবার (৬ এপ্রিল) গুলশান ক্লাবের পরিচালক মোঃ ওয়াসিম নবী মেজর সাব্বিরের কাছে এই পিপিই হস্থান্তর করেন।


এসময় ওয়াসিম নবী বলেন, করোনাভাইরাস প্রতিরোধে চিকিৎসকদের ভূমিকা অগ্রগণ্য। তারা যেন নিজেদের সুরক্ষা নিশ্চিত করে রোগীদের চিকিৎসা সেবা দিতে পারেন সেই লক্ষ্যে আমরা এই পিপিইগুলো প্রদান করছি।


তিনি আরো বলেন, জাতির এই ক্রান্তিকালে সবাইকে একসাথে কাজ করতে হবে। এসময় তিনি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com