শিরোনাম
রাজধানীতে অহেতুক আড্ডা দেয়ায় ২৫ জনকে জরিমানা
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ২০:০৫
রাজধানীতে অহেতুক আড্ডা দেয়ায় ২৫ জনকে জরিমানা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে অহেতুক আড্ডা দেয়ায় ২৫ জনকে ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের এ শাস্তি প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলম।


তিনি জানান, বিশ্বে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসের সংক্রামণের মধ্যে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে জনগণকে বাসায় থাকতে বলেছে। কিন্তু এই নির্দেশনা অমান্য করে প্রমোদভ্রমণে বের হওয়ায় ২৫ জনকে ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।


তিনি আরো জানান, মানুষকে মোটিভেটেড করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠ পর্যায়ে ব্যাপক তৎপর রয়েছে। কিন্তু কিছু মানুষ নিয়ম ভাঙছেন। আর দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছেন। তাই সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে, জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবেলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাসকরণের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে রাজধানীর ফার্মগেটে অভিযান পরিচালনা করা হয়।


সারওয়ার আলম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, ওষুধপত্র কিনতে কিংবা হাসপাতাল গমনে বের হয়েছেন অথবা জরুরি কাজে বের হয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়। তবে অহেতুক ঘর থেকে যারা বেরিয়েছেন, আড্ডা দিতে কিংবা গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছেন এমন ২৫ জনকে সংক্রামক রোগ আইনে ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সামাজিক দূরত্ব নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


বিবার্তা/খলিল/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com