শিরোনাম
করোনায় মারা গেলেন দুদক পরিচালক জালাল সাইফুর
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ১০:২২
করোনায় মারা গেলেন দুদক পরিচালক জালাল সাইফুর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান মারা গেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


সোমবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টায়, কুয়েত মৈত্রী হাসপাতালে মারা যান তিনি। বর্তমানে তার স্ত্রী-সন্তান আইসোলেশনে রয়েছেন। তার সংস্পর্শে আসা সহকর্মীরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন।


জ্বর-কাশিসহ উপসর্গ দেখা দিলে দুদকের ওই কর্মকর্তা গত ৩০শে মার্চ আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করেন। পরীক্ষায় করোনা পজিটিভ হলে সেই রাতেই তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। ১লা এপ্রিল ভোর ৫টায় তাকে ভেনটিলেশনে রাখা হয়।


তার মৃত্যুতে গভীর শোক জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।


প্রসঙ্গত, সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশে নয়জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৮৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com