শিরোনাম
হটলাইনে ফোন পেয়ে ৬১১ জনের বাসায় খাবার পৌঁছে দিল ডিএসসিসি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২০, ১৮:২০
হটলাইনে ফোন পেয়ে ৬১১ জনের বাসায় খাবার পৌঁছে দিল ডিএসসিসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হটলাইনে ফোন কল পেয়ে নগরীর ৬১১ জনের বাসায় খাবার পৌঁছে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।


শুক্রবার থেকে সিটি করপোরেশনের হটলাইন নম্বর ০১৭০৯৯০০৭০৩, ০১৭০৯৯০০৭০৪ এ আসা নগরবাসীর অনুরোধ পেয়ে শনিবার এসব খাবার পৌঁছে দেয়া হয়।


লোক লজ্জার ভয়ে যারা লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহে অস্বস্তি বোধ করছেন তাদের জন্য সীমিত পরিসরে এ ব্যবস্থা গ্রহণ করেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।


আজ আনুষ্ঠানিকভাবে তিনি এই হটলাইন নম্বরগুলোতে প্রাপ্ত কলের ভিত্তিতে খাবার পৌঁছে দেয়া কার্যক্রমের উদ্বোধন করেন।


লাখ লাখ গার্মেন্টস কর্মী শহরে প্রবেশ করায় করোনা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হতে পারে উল্লেখ করে মেয়র বলেন, এ ব্যাপারে বহু নাগরিক ফোন করে তাদের উদ্বেগের কথা আমাকে জানিয়েছেন। এ প্রেক্ষিতে আমি বিষয়টি পুন:বিবেচনার জন্য বাণিজ্যমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছি।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com