শিরোনাম
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে এনবিআর
প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ০৮:১৫
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে এনবিআর
বিবার্তা প্রতিবেদ
প্রিন্ট অ-অ+

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ৮ মাসে ৪৫ হাজার কোটি টাকা পিছিয়ে আছে জাতীয় রাজস্ব বোর্ড। করোনাভাইরাসের কারণে সার্বিক অর্থনৈতিক কার্যক্রমে স্থবিরতায় আগামীতে এই ঘাটতি আরো বাড়ার আশঙ্কা অর্থনীতিবিদদের।


চলতি অর্থ বছরের শুরু থেকেই এনবিআরের রাজস্ব আদায়ের হার নিম্নমুখী। ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে গেল বছরের চেয়ে রাজস্ব আয়ে ৮ শতাংশ প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি বেড়ে ৪৫ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। এই সময়ে ১ লাখ ৯০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে মাত্র ১ লাখ ৪৪ হাজার ৯২৫ কোটি টাকা।


শুরু থেকেই রাজস্ব আহরণের ঘোষিত লক্ষ্যমাত্রাকে উচ্চভিলাসী বলে আসছিলেন অর্থনীতিবিদরা। বর্তমান পরিস্থিতিতে রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা ও উন্নয়ন ব্যয় যৌক্তিক করার পাশাপাশি স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর আহবান অর্থনীতিবিদের।


অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরকারের যে বিপুল পরিমাণ বাজেট বাস্তবায়নের লক্ষ তার থেকে বড়ভাবে কাটছাট করে বাস্তবানুকভাবে যতটুকু রাজস্ব আদায় সম্ভব সেটিকে বিবেচনায় নেয়া। এবং সে সকল প্রকল্প কিছুটা স্ট্যাগাট করা যায় সেগুলো স্ট্যাগাট করা। যেহেতু করোনা প্রর্দুভাবের কারণে সরকারের রাজস্ব দরকার এবং গুরুত্বপূর্ণ কিছু কিছু খাতে অর্থ দেবার একটা প্রবণতা থাকে। বর্তমান বিবেচনায় আসলে স্বাস্থখাত হ্ওয়া উচিত।


সার্বিক অর্থনীতিতে মন্দাভাবের কারণে রাজস্ব আয় বাড়াতে নতুন খাতে জোর দেয়া ও কার্যকর কৌশল নির্ধারণের আহবান জানান এনবিআরের সাবেক এই চেয়ারম্যান। আর করের আওতা বাড়ানো ও পূর্ণাঙ্গ অটোমেশনে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা।


এনবিআর’র সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, এই ক্ষতির বিষয়টা মাথায় রেখে তাকে অন্যদিকে কৌশলী হতে হবে। দেখা গেছে উৎসের টাকা সেটা যথা সময়ে জমা হচ্ছে না। অতএব পাইপলাইনে টাকা পড়ে না থাকুক। এখানে বিশেষভাবে নজর দিতে হবে।


গত বছরের চেয়ে ৪৫ শতাংশ বেশি প্রবৃদ্ধি ধরে চলতি অর্থ বছরে এনবিআরকে ৩ লাখ ২৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে। প্রতি বছর গড়ে ১৩ শতাংশ আমদানি বাড়লেও করোনার কারণে ৮ মাসে চেয়ে প্রায় ৭ হাজার ৭০০ কোটি টাকার কম আমদানি হয়েছে। কমেছে রাজস্ব।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com