শিরোনাম
মিরপুরে ভবন লকডাউন
প্রকাশ : ২১ মার্চ ২০২০, ১৭:০৫
মিরপুরে ভবন লকডাউন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মিরপুরে একটি বাসায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর পরিবার থাকায় পুরো ভবনটি লকডাউন করা হয়েছে।


শনিবার (২১ মার্চ) বিকেল পৌনে ৫টায় বিবার্তাকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের ডিসি মো. মোস্তাক আহমেদ।


তিনি জানান, করোনাভাইরাস আক্রান্ত এক রোগী শনিবার মারা গেছেন। ওই রোগীর পরিবার মিরপুর উত্তর টোলারবাগে থাকেন। তাই ওই পরিবারকে বাহিরে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।


তিনি আরো জানান, আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী ওই ভবনের বাসিন্দাদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। একইসঙ্গে বাসিন্দাদের কেউ যেন বের হতে না পারেন, সেজন্য এবং ভবনটিতে বাইরে থেকে কারো প্রবেশ ঠেকাতে নজরদারি চলছে।


সূত্র জানায়, ভবনটিতে করোনাভাইরাস পজেটিভ একজন ব্যক্তি ছিলেন। ফলে ওই ব্যক্তির পরিবারসহ ভবনটির বাসিন্দাদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশনা দিয়েছে আইইডিসিআর। এছাড়া ওই ভবনে সদ্য কানাডা ও জাপান থেকে আসা কয়েকজন প্রবাসী রয়েছেন।


উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা গেলেন। এছাড়া ভাইরাসটিতে নতুন করে আরো চারজন আক্রান্ত হয়েছেন, ফলে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।


বিবার্তা/খলিল/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com