শিরোনাম
শাহজালালের দৈনিক আয় কমেছে ৩৫ লাখ টাকা
প্রকাশ : ১৬ মার্চ ২০২০, ১৩:৪৫
শাহজালালের দৈনিক আয় কমেছে ৩৫ লাখ টাকা
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন গড়ে ৬৫টি ফ্লাইট চলাচল করলেও তা কমে এখন ৩৫টিতে নেমেছে। ফলে আগের তুলনায় বর্তমানে প্রতিদিন ৩৫ লাখ টাকা আয় কম হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক তৌহিদুল হাসান।


তিনি জানান, আজ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত (যুক্তরাজ্য ব্যতীত) ইউরোপ থেকে কোনো যাত্রী বাংলাদেশে আসতে পারবেন না। যদি কোনো এয়ালাইন্স কোনো যাত্রীকে ইউরোপ থেকে নিয়ে আসে, সেই দায় এয়ারলাইন্সের। সেই যাত্রীকে দেশে প্রবেশ করতে দেয়া হবে না এবং এয়ারলাইন্সকে নিজস্ব খরচে যাত্রীকে ফিরিয়ে নিতে হবে।


জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারি মাসে শাহজালাল বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট থেকে ৯০ কোটি টাকা আয় করে। করোনা আতঙ্কে ফ্লাইট কমতে থাকায় চলতি বছরের ফেব্রুয়ারিতে আয় কমে হয় ৮০ কোটি। চলতি মার্চে প্রতিদিন গড়ে ৩৫ লাখ টাকা কম আয় হচ্ছে।


বিমানবন্দরের পরিচালক তৌহিদুল হাসান জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুষ্ঠুভাবে স্ক্রিনিং চলছে। থার্মাল স্ক্যানার কিংবা হ্যান্ড ইনফ্রারেড থার্মোমিটারে স্ক্রিনিং ছাড়া কোনো যাত্রী বাইরে যেতে পারেননি।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com