শিরোনাম
করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশও আশঙ্কামুক্ত নয়: আইইডিসিআর
প্রকাশ : ০১ মার্চ ২০২০, ১৫:১২
করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশও আশঙ্কামুক্ত নয়: আইইডিসিআর
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর।


রবিবার (১ মার্চ) দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা বলেন।


তিনি বলেন, বিদেশ ফেরতদের উচিত সামাজিক অনুষ্ঠান ও গণপরিবহন এড়িয়ে চলা। সরকার পরিকল্পনা চূড়ান্ত করেছে। অনুমোদন পাওয়ার পর সেটি সকলের সামনে প্রকাশ করা হবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে এখনই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার জোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।


বিশেষজ্ঞদের একজন বলেন, এটি যে আকারে বিভিন্ন দেশে ছড়িয়েছে, মৃতের সংখ্যা বেড়েছে সে অনুযায়ী এটা মহামারি হিসেবে উল্লেখ করা যেতে পারতো কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সংঙ্গা অনুযায়ী তা না বলে বরং করোনা পরিস্থিতেকে খুব উচ্চ স্তরের ঝুঁকি বলে সংগায়িত করছে।


নিয়মিত ব্রিফিং এ আইইডিসিআর জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ৩ স্তরের পরিকল্পনা চুড়ান্ত করেছে সরকার।


ক্রমাগতভাবে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত দেশের সংখ্যা। অন্তত ৬০ দেশ আক্রান্ত হওয়ায় বাংলাদেশের প্রস্তুতিতে যোগ হচ্ছে নতুন মাত্রা।


নমুনা পরীক্ষা করা ৮৮ জনের মধ্যে করোনার উপস্থিতি না থাকলেও অতিরিক্ত সতর্কতা হিসেবে তাদের কয়েক দফা পরীক্ষা নীরিক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের।


আক্রান্ত দেশ থেকে কেউ ফিরলে, তাদেরকে বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকারও পরামর্শ দেয়া হয়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com