শিরোনাম
সিটি নির্বাচন পর্যবেক্ষণে ৬৭ বিদেশি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২০, ১১:২৫
সিটি নির্বাচন পর্যবেক্ষণে ৬৭ বিদেশি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন দেশের ৬৭ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবেন। ইতোমধ্যে বেশিরভাগ পর্যবেক্ষক নির্বাচন কমিশন সচিবালয় থেকে পর্যবেক্ষক কার্ড সংগ্রহ করেছেন।


নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ভোট পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের ২৭, যুক্তরাজ্যের ১২, ইউরোপীয় ইউনিয়নের ৫, নেদারল্যান্ডসের ৬, সুইজারল্যান্ডের ৬, নরওয়ের ৪, ডেনমার্কের ২ ও জাপানের ৫ জন পর্যবেক্ষক ইসিতে আবেদন করেছেন। তাদের অনুমতি দেয়া হয়েছে।


এছাড়া ২২টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার ১ হাজার ১৩ জন পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেয়া হয়েছে।


উল্লেখ্য, আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম দুই সিটির সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হবে।


বিবার্তা/এসএ/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com