শিরোনাম
ঢাকায় ৩০ জানুয়ারি থেকে বৈধ অস্ত্রবহনও নিষিদ্ধ
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২০, ২২:৩৪
ঢাকায় ৩০ জানুয়ারি থেকে বৈধ অস্ত্রবহনও নিষিদ্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ভোটের আগে-পরের পাঁচদিন ঢাকায় সব ধরনের বৈধ অস্ত্রবহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অস্ত্র পরিবহন, বহন ও প্রদর্শনে এই নিষেধাজ্ঞা থাকবে।


সোমবার (২৭ জানুয়ারি) এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল জলিল স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা-৬ থেকে সোমবার (২৭ জানুয়ারি) একটি পরিপত্র জারি করা হয়েছে।


পরিপত্রে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৭(ক)(১) ধারায় দেয়া ক্ষমতাবলে বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধের আদেশ জারি করা হয়। একইসঙ্গে আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়।


বিবার্তা/এসএ/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com