শিরোনাম
সিটি নির্বাচন বানচালের আশঙ্কা আওয়ামী লীগের
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২০, ১৯:৫৯
সিটি নির্বাচন বানচালের আশঙ্কা আওয়ামী লীগের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন বানচালের আশঙ্কা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।


সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এইচ টি ইমামের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে এই আশঙ্কা প্রকাশ করে।


রাজধানীর গোপীবাগের সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে এইচ টি ইমাম বলেন, গতকালের পুরো ঘটনাটি সাজানো, পূর্বপরিকল্পিত।


তিনি বলেন, আমাদের কাছে তথ্য আছে, ২০১৪ থেকে ২০১৫ সালে বিএনপির সন্ত্রাসীরা দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাস করেছিল। পরে যারা ছাড়া পেয়েছে। তাদের অনেককেই ঢাকায় নিয়ে আসা হয়েছে। এ ছাড়া বিভিন্ন জায়গা থেকে অস্ত্রসজ্জিত হয়ে, দলগতভাবে তারা ঢাকার বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। সুযোগ মতো তারা পরিস্থিতি এমন সৃষ্টি করতে পারে, যাতে নির্বাচন বানচাল হয়ে যায়।


তিনি আরো বলেন, এখানে সবচেয়ে বড় ভূমিকা বোধহয় রাখছে জামায়াত-শিবিরের সশস্ত্র ক্যাডাররা। তাদেরই আনা হচ্ছে।


এইচ টি ইমাম বলেন, সরকারি দলে যখন আছি, আমরা তো চাইব, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হোক। আমরা কী চাইব, মারামারি করে নির্বাচন নষ্ট হোক।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com