শিরোনাম
ভোটারদের কাছে ক্ষমা চাইলেন আতিক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২০, ২২:১৮
ভোটারদের কাছে ক্ষমা চাইলেন আতিক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নির্বাচনে অংশগ্রহণকারী একজন প্রার্থী হিসেবে বাংলাদেশে এই প্রথম প্রচারণার জন্য হওয়া অনাকাঙ্ক্ষিত জনদুর্ভোগের জন্য ক্ষমা চেয়েছেন আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তিনি।


রবিবার (২৬ জানুয়ারি) নিজের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে আতিকুল ইসলাম এই ক্ষমাপ্রার্থনা করেন।


বিজ্ঞপ্তিতে আতিকুল ইসলাম বলেন, ‘সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রবল উদ্দীপনায় কাজ করছি আমরা। কর্মই আমাদের ব্রত, সেবাই আমাদের ধ্যান।’


তিনি বলেন, ‘ঢাকার সব সমস্যা চিহ্নিত করে সকলের পরামর্শে তার পূর্ণ সমাধান খুঁজতে আমি আপনার এলাকায় নির্বাচনি দফতর স্থাপন করেছি। সেখানে প্রতিদিন প্রচুর দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খী আসছেন এবং তাদের সকলের সঙ্গে কথা বলার জন্য অনেক সময় শব্দ যন্ত্রের ব্যবহার করতে হচ্ছে। বিপুল পরিমান জনসমাগম এবং শব্দের কারণের আপনার এবং আপনার পরিবারকে হয়তো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমন কোনো অনাকাঙ্খিত সমস্যা যদি কারো হয়ে থাকে তবে তার জন্য আমি এবং আমার নির্বাচনি দলের সবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।’


এ সময় তিনি ভোটারদের সমর্থন, সহযোগিতা এবং ভোটকেন্দ্রে উপস্থিতি কামনা করেন।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com