শিরোনাম
নির্বাচনের সময় বৈধ অস্ত্রও বহন করা যাবে না
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ২০:১০
নির্বাচনের সময় বৈধ অস্ত্রও বহন করা যাবে না
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন ঢাকা সিটি কর্পোরশেনের নির্বাচন উপলক্ষ্যে ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র পরিবহন, বহন ও প্রদর্শন করা যাবে না। রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


জানা গেছে, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৭২টি ওয়ার্ডে ২ হাজার ৪ শত ৮৬টি ভোটকেন্দ্রে এক যোগে ভোট অনুষ্ঠিত হবে। স্বাভাবিক নিরাপত্তার পাশাপাশি ভোট কেন্দ্রে মোবাইল টহল, গোয়েন্দা টিমসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতি সিটি কর্পোরেশন এলাকায় ২টি করে সাব-কন্ট্রোল রুম করার সিদ্ধান্ত হয়। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে। বিজিবি প্রস্তুত থাকবে। পুলিশ, র‍্যাব, আনসার সদস্যরা ভোটকেন্দ্র এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। আগামী ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র পরিবহন, বহন ও প্রদর্শন করা যাবে না।


নির্বাচনের দিন ঢাকা মেট্রোপলিটন এলাকায় কোন মোটর সাইকেল, ট্যাক্সিক্যাব, ট্রাক ইজিবাইক চলবে না। সীমিত আকারে পাবলিক বাস চলবে। সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com