শিরোনাম
ঢাকা সিটি নির্বাচন ১ ফেব্রুয়ারি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২০, ২০:৩৩
ঢাকা সিটি নির্বাচন ১ ফেব্রুয়ারি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সনাতন ধর্মাবলম্বীদের দাবির মুখে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন।


৩০ জানুয়ারি সনাতন ধর্মালম্বীদের পূজা থাকায় বিভিন্ন মহলের চাপে নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টার পর নির্বাচন ভবনে বৈঠক করে নির্বাচন কমিশন।


বৈঠক শেষে সিইসি নূরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হবে ৩ ফেব্রুয়ারি।


৩০ জানুয়ারি সরস্বতী পূজার কারণে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এমনকি গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনেও বসেছেন শিক্ষার্থীরা।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com